সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।সোমবার (২ জানুয়ারি) সকালে র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। রবিবার মধ্যরাতে ওই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাহাদাত হোসেন ওই এলাকারই বাসিন্দা।সকালে র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গত ৯ নভেম্বর চকরিয়া উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করে শাহাদাত। অপহরণের পর ওই ছাত্রীকে ধর্ষণ ও দৃশ্য ধারণ করে পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় সে। এ ঘটনায় ১ জানুয়ারি আদালতে মামলা হয়।
র্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, ‘মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা সে স্বীকার করেছে। আসামিকে আজ সকালে চকরিয়া থানায় দেওয়া হয়েছে।