সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
আর্জেন্টিনায় লিওনেল মেসির নামে নবজাতকের নাম রাখা নতুন নয়। কিন্তু আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জেতার পর এই প্রবণতা আরও বেড়েছে।
আর্জেন্টিনার সংবাদপত্র লা ক্যাপিটাল জানিয়েছে, ডিসেম্বর মাসে রোজারিওতে যে হারে সদ্যোজাত ছেলের নাম লিওনেল ও মেয়েদের নাম লিওনেলা রাখা হয়েছে, তা আগের মাসের তুলনায় ৭০০ শতাংশ বেশি। গত ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এই প্রবণতা বেড়েছে।
সেপ্টেম্বর মাস পর্যন্ত রোজারিও শহরে গড়ে ছয়জন নবজাতকের নাম মেসির নামে রাখা হতো। ডিসেম্বর মাসে সেটা বেড়ে হয়েছে ৪৯ শতাংশ। বাবা-মা’রা চান দেশের সবচেয়ে বড় তারকার নামে ছেলে-মেয়ের নাম রাখতে।
মেসির মা সেলিয়া ছেলের নাম রেখেছিলেন মার্কিন সংগীতশিল্পী লিওনেল রিচির নামে। সেলিয়া জানিয়েছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন রিচির একটি গান ‘সে ইউ, সে মি’ বিখ্যাত হয়েছিল। তাই ছেলের নাম তার নামে রেখেছিলেন সেলিয়া। তার ছেলের বদৌলতে এখন রোজারিওতে মেসির ছড়াছড়ি।