সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০১:১৭ অপরাহ্ন
ইতিহাস গড়ার হাতছানি লিটন দাসের সামনে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইসিসি টেস্ট ব্যাটিং র্র্যাংকিংয়ে সেরা দশে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
২০২২ সালে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। তুলেছেন ১৯২১ রান। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সাথে টেস্ট ক্রিকেটেও অনবদ্য পারফরম্যান্স করেছেন লিটন। যার সুবাদে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ব্যাটিং র্র্যাংকিংয়ে ১২ তম অবস্থান করছিলেন লিটন।
তবে সবশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাঙ্কিংয়ে আরো এক ধাপ উন্নতি করেছেন তিনি। বর্তমান লিটনের অবস্থান এখন ১১তম। উসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০।
এছাড়া তালিকায় এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ইতিহাসে এবারই লিটন টেস্ট ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। এমনকি বাংলাদেশের টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা ব্যাটারদের অর্জন।