মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন নলুয়া ইউনিয়নে সামাজিক সংগঠন “পূর্ব নলুয়া সবুজ সংঘ” এর অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের বিদায়ী সভাপতি প্রিয়তোষ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অজিত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আদিনাথ মজুমদার, বিভূতি তালুকদার, মৃদুল চক্রবর্ত্তী, অধ্যাপক তাপস দাশ, দীপক মজুমদার, কাজল চক্রবর্ত্তী, সমির চৌধুরী ও মৃদুল খাস্তগীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠক ও পূর্ব নলুয়া সবুজ সংঘের অর্থ সম্পাদক ছোটন চক্রবর্ত্তী এবং সংগঠনে গঠনতন্ত্র, রূপরেখা, লক্ষ্য ও পরিকল্পনা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাজীব দাশ। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রূপম চক্রবর্ত্তী, লিটন মজুমদার, স্বপন দাশ, রাজীব তালুকদার, সুব্রত চৌধুরী, তিলক চক্রবর্ত্তী, মিন্টু চৌধুরী, সজীব তালুকদার প্রমুখ
নবগঠিত কমিটির সভাপতি ডা. পলাশ আচার্য্য ও সাধারণ সম্পাদক টিটু তালুকদারকে ফুলেল শুভেচছায় বরণ করে দায়িত্ব অর্পন করেন বিদায়ী সভাপতি বাবু প্রিয়তোষ তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, উন্নয়ন ও যুব শক্তিকে ঐক্যবদ্ধ করতে পূর্ব নলুয়া সবুজ সংঘের উদ্যোগকে স্বাগত জানান।