মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন
১৫ই ডিসেম্বর গতকাল ভোর ৫টায় গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর ডাকাত দলের ৫/৬ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষনিকভাবে ডাকাত দলের তিন জন সদস্য ১। আমিন @ আমিন বাবু (২৫), ২। মোঃ আরিফ হোসেন (২৭), ৩।মোঃ শাওন (২১) দেরকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । বাকী তিন জন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার কৃত আসামীদের কাছ থেকে চাপাতি, চাকু, কাটার ব্লেড উদ্ধার করা হয়। জানাযায় যে আসামীদের নামে চুরি, ছিনতাই, ডাকাতি এবং দস্যূাতার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৭, তারিখ-১৫/১২/২০২২২, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। পালিয়ে যাওয়া আসামীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।