সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন’পিবিআইয়ের একটি দল প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করেন।
পিবিআই জানায়, খবর পেয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, নিহতের নাম মোঃ নরুল ইসলাম (৫০)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গাড়াদহ ইউনিয়নের মৃত মীর মিজানুর রহমানের ছেলে। বর্তমানে ঠিকানা গাজীপুর সদরের দক্ষিণখাইকুর এলাকা।
এ বিষয়ে ঢাকা জেলার পি’বি’আই এর এস আই ইমরান আহমেদ বলেন’ নিহতের পকেটে গতরাতে বঙ্গবন্ধু সেতুর মোটরসাইকেলের টোল বিলের কাগজ পাওয়া গেছে। যেখানে রাত ১টার দিকে তিনি সেতু পার হয়ে ঢাকার দিকে আসছিলেন। এছাড়া তার সঙ্গে মোটরসাইকেল থাকার কথা থাকলেও সেটি নেই। কোন ছিনতাইয়ের কবলে পড়েছেন কিনা? সেসব বিষয়েও মাথায় রেখে কাজ করছি।