ইকবাল চৌধুরী, চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার
- রবিবার ৮ জানুয়ারি, ২০২৩ / ২৭
রাউজানে মোহাম্মদ তাকবীর (১১) নামে এক মাদরাসা ছাত্রকে ডেকে নিয়ে ডান হাত ও দুই পায়ে ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতের মা মোছাম্মৎ নাহার সুলতানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, আহত তাকবীর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মধ্যপ্রাচ্য প্রবাসী মো. আবু তৌফিকের ছেলে।,মোছাম্মৎ নাহার সুলতানা বলেন, ‘শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপুরের খাবার খাওয়ার জন্য মাদরাসার রান্না ঘরের দিকে যেতে থাকলে অজ্ঞাতনামা এক ব্যক্তি আমার ছেলেকে আত্মীয় ডাকছে বলে স্থানীয় আদালত ভবনের গাছতলায় নিয়ে যায়। সেখানে আরও এক অজ্ঞাত ব্যক্তি আমার ছেলের সঙ্গে কথাবার্তা বলে।
এক পর্যায়ে আমার ছেলেকে অজ্ঞান হয়ে যায়। পরে সে জ্ঞান ফিরলে দেখতে পায় তার ডান হাতের কব্জিতে এবং দুই পায়ের হাঁটুর পায়ের নিচে টাকনুর উপর ব্লেড দিয়ে কাটা এবং রক্ত ঝরছে। আমার ছেলেকে রাউজান হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় অভিযোগ দায়ের করি।’,
শিক্ষক নুরুল আবছার বলেন, ‘ছেলেটি মাদরাসার আবাসিকে থাকে। কারা, কি কারণে ঘটনাটি ঘটাতে পারে বুঝতে পারছি না।’ থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। কারা করেছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
Related