মো. ছাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার
- বুধবার ১১ জানুয়ারি, ২০২৩ / ১১৭
বাংলাদেশ আনসার ও ভিডিপির বহুমুখী মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোকে সফেন প্রতিষ্ঠাতা, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরির সম্পাদক বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান পিভিএমএস-এর কথা ও সুরে একটি মৌলিক গানের সৃষ্টি হয়েছে।
সংগীত পরিচালনা করেছেন শাইলু শাহ্, মিউজিক কম্পোজ করেছেন টনি হীরা, গানটিতে কণ্ঠ দিয়েছেন ফকির মিলন, রানা চৌধুরী, মীম, ক্ষুদে গানরাজ সুইটি, প্রমা ইসলাম ও শাইলু শাহ্।
উল্লেখ্য যে, গানটিতে ড. খান আসাদুজ্জামান নিজেও কন্ঠ দিয়েছেন। তিনি একাধারে একজন কবি, লেখক, গবেষক, গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী। ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত বাংলা বিভাগের অধীনে ও দেশ বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাবান শিক্ষক প্রফেসর ড. রফিকউল্লাহ খান-এর তত্ত্বাবধানে “গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দ্যোপাধ্যায় এর গানের কাব্যমূল্য”-এর উপর পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেন।
আলোচিত গানটির কথা:
গর্বিত মোরা আনসার দল
বুকে রাখি মোরা হিম্মত বল
বাংলাদেশের অগ্রগতি
প্রগতির মোরা নিত্য সাথী-
আনসার-ভিডিপি
মোরা আনসার-ভিডিপি ।
মোরা কৃষি ক্ষেত্রে জাগাই সাড়া
প্রহরী হই নগর পাড়া
উন্নয়নের সোপান মোরা গড়ি
মোরা নিবেদিত দেশের লাগি
দায়িত্বে নিষ্ঠাবান থাকি
লোভ-লালসার উর্ধ্বে মোরা থাকি।
আনসার-ভিডিপি
মোরা আনসার-ভিডিপি ।
মোরা শান্তি ও সম্প্রীতি
উন্নয়নে আলোর দ্যুতি
অতন্ত্র প্রহরী হয়ে জাগি
মোরা কেপিআই পাহারায় রহি
হালকা ভারি অস্ত্র বহি
সার্বভৌম চিন্তা মাথায় রাখি
মোরা অবদানে নই পিঁছিয়ে
শান্তি ছায়া দেই বিছিয়ে
দেশের তরে নিত্য মোরা জাগি-
আনসার-ভিডিপি
মোরা আনসার-ভিডিপি ।
Related