সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
নাটোরের বড়াইগ্রামে গমের জমির মধ্য থেকে পিঠমোড়া অবস্থায় দুই হাতে হ্যান্ডকাপ লাগানো অজ্ঞাত এক ব্যাক্তির (৩০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মাঝগাঁও গ্রামের বোয়ালমারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মাঝগাঁও গ্রামের জাহিদুল (৬০) নামের এক কৃষক তার চাষ করা গমের জমিতে সকাল সাড়ে ৮টার দিকে বিষ ছিটাতে গিয়ে লাশ দেখতে পায়। খবরটি দ্রত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়। মরদেহের ঘাড় মটকানো, দাঁত ভাঙ্গা, রক্তাক্ত মুখমন্ডল আঘাতপ্রাপ্ত ছিল। এক রশিতেই গলা, হাত-পা বাঁধা ছিল। পরণে ছিল ধুসর রংয়ের প্যান্ট-শার্ট, টিয়া রংয়ের জ্যাকেট,হাতে হ্যান্ড গেবস। আনুমানিক তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গাঁয়ের রং কালো, স্বাস্থ্য ভালো, মুখমন্ডল গোলাকার, মুখমন্ডলে ছোট দাঁড়ি, মাথায় কালো চুল ছিল। লাশটি শনাক্তের জন্য আধুনিক যন্ত্রপাতি দিয়ে ঘটনাস্থলে কয়েক ঘন্টা চেষ্টা করেন পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা সহ ফোর্সরা।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, প্রাথমিক সুরৎহাল তৈরী করে লাশটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাতে হ্যান্ডকাপ পরা অজ্ঞাত এই লাশটি শনাক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে বার্তা পাঠানো হয়েছে।
মো. সাব্দুল আলী