সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
সিংগাইর ও মানিকগঞ্জ সদরে পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের নিকট হতে ৩৭ গ্রাম হেরোইন ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান=৩,৮৬,৫০০/- টাকা উদ্ধার করেছে।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ইং ১০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ০৩.১০ ঘটিকায় মানিকগঞ্জ সদর থানাধীন তেরদোনা এলাকায় অভিযান পরিচালনা করে শেফালী বেগম (৩২)-কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
একই তারিখ ১২.২৫ ঘটিকায় ডিবি মানিকগঞ্জের অপর একটি অভিযানিক দল সিংগাইর থানাধীন মধ্য সিংগাইর (পুকুর পাড়া) এলাকা হতে সাগর (৩৫)কে ০৭(সাত) গ্রাম হেরোইনসহ আটক করেন।
এছাড়াও ঐ একই তারিখে অপর আরেকটি অভিযানিক দল মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন জয়রা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুল জলিল (৪৭)কে রাত ০৭.৫৫ ঘটিকায় ৩০(ত্রিশ) গ্রাম হেরোইনসহ আটক করেন।