ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- মঙ্গলবার ১৭ জানুয়ারি, ২০২৩ / ৩৫
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধামরাই উপজেলা শাখার আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন সহ ৯ নেতা- কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ই জানুয়ারি -২০২৩) সকাল সাড়ে দশটার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলা শাখা বিএনপির আয়োজনে ধামরাই পৌরসভার আইঙ্গন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এ’সময় পুলিশ সমাবেশে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি তমিজ উদ্দিন সহ ৯ নেতা-কর্মীকে আটক করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম বিএনপির ৯ নেতা-কর্মীকে আটকের কথা স্বীকার করে বলেন – অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে।
Related