মজহারুল ইসলাম বাদল, ঠাকুরগাঁও প্রতিনিধি
- মঙ্গলবার ১৭ জানুয়ারি, ২০২৩ / ২২

Exif_JPEG_420
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে চলছে তীব্র শৈত্য প্রবাহ। বেলা ১২ টার দিকে রোদ উঠতে দেখা গেলেও এই মাঘের রোদের তীব্রতা তেমন অনুভুত হয় না। মাঘের কন কনে শীতে কোমলমতি শিশুদের পাঠদানে মনোযোগী হতে রৌদ্রজ্জল মাঠে পাঠদান চলছে। ছাত্র-ছাত্রীরা গোলাকার হয়ে মাঠে বসেছে এবং শিক্ষক তাদের সাথে বসেই পাঠদান করছেন। সোমবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
সহকারী শিক্ষক শামসুল আলম জানান, শৈত্য প্রবাহের কারণে সৃষ্ট কনকনে শীতের মধ্যে ক্লাসে পাঠদান কঠিন হচ্ছিল। শীতের কারণে ছাত্র-ছাত্রীরাও মনোযোগ হারাচ্ছিল। কোমলমতি শিশুদের পাঠদানে মনোযোগী করতে রোদে বসে এভাবেই ক্লাস নেওয়া হচ্ছে। খোলা মাঠে শীতল বাতাস থাকলেও রোদ্রের তাপ বৃদ্ধির সঙ্গে শীতের চাপটাও কমে যায়।
Related