মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন
গতকাল ১৭ই জানুয়ারী এসআই (নিরস্ত্র) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে সুধারাম মডেল থানাধীন ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পূর্ব চরমটুয়া সাকিনস্থ মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ১। পরান (৩৮), পিতা-দুলাল মিয়া, মাতা-হোসনে আরা, সাং-পূর্ব চরমটুয়া (জেলে পাড়া), থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে ০৩ (তিন) টি মটর সাইকেলসহ আটক করেন।
উক্ত সময় ঘটনাস্থল হইতে ০৩ জন আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে উক্ত মোটর সাইকেলগুলোর বৈধ মালিকানা সংক্রান্তে কোন কাগজপত্র প্রদর্শন করিতে পারে নাই কিংবা মোটর সাইকেল সমূহের প্রকৃত মালিক সম্পর্কে কোন সদুত্তর দিতে পারে নাই। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত পরান উক্ত মোটর সাইকেল গুলো চোরাই বলে স্বীকার করলে এসআই (নিরস্ত্র) স্পেসল্যাব চৌধুরী প্রমোজ উপস্থিত লোকজনদের সম্মুকে মটর সাইকেল ০৩(তিন) টি চোরাই হিসেবে ১৭ই জানুয়ারী দুপুর ২২.১৫ ঘটিকায় জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।