ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বড়ইয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব, মনিরঊজ্জামানের রত্নগর্ভা ও জাতীয় পর্যায়ে জয়িতা “মা” রওশন হক (৮৫) অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সমরিতা হসপিটালে চিকিৎসাধীন থাকায়, গত ১৬ ডিসেম্বর’২৩ সোমবার সকাল ১১ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালিন সময়ে তিনি ৭ ছেলে এবং একমাত্র মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনি ও শুভাকাঙ্খী রেখে যান। তিনি ছিলেন রত্নগর্ভা পুরষ্কার প্রাপ্ত জয়িতা। জগতে মা অনেকই আছেন।
কিন্তু তিনি একজন ব্যতিক্রমি মা। তিনি ছিলেন আপ্যায়ণ প্রিয়, সদালাপী, দানবির। কোন মানুষই তার কাছে এসে আপ্যায়িত না হয়ে যাননি। কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরেননি। এই মহিয়সী নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রথম নামাজে জানাজা ১৬ জানুয়ারি সোমবার ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় নামাজে জানাজা, ১৭ জানুয়ারি সকাল ১০ টায় বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধী, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ছাত্র, অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় সমাধীত করা হয়।