খাইরুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
- বুধবার ১৮ জানুয়ারি, ২০২৩ / ১৫
নান্দাইল উপজেলাধীন ৪নং চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের আলিউল (৩০), হারিছ উল্লাহ এবং চন্ডীপাশা ইউপির লংপুর গ্রামের বাসিন্দা এহতেশাম এবং ঈশ্বরগঞ্জ থানার কবিরপুর গ্রামের সাইদুল মেম্বারের পুত্র রুমান মিয়া (২৮) এর বিরুদ্ধে জোরপূর্বক ভাবে পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার ২৬ বছর বয়সী তরুণীর অভিযোগে। গত ১১ জানুযারি দিবা গত রাতে ৩.৩০ মিনিটের সময়, সার্কেল এ.এস.পি. সুমন মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আলিউল ও হারিছ উল্লাহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গত শুক্রবার (১৩জানুয়ারী) বেলা ১২ টায় গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহে বিজ্ঞ-আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞআদালতে পাঠানোর পর আদালত আসামি আলিউল ও হারিছ উল্লাহকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে নান্দাইল মডেল থানায় প্রেরণ করেন।নান্দাইল মডেল থানায় আসামিদের জিঞ্জাসা বাদ চলছে বলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানায়।
Related