মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা এলজিইডির নির্মাণাধিন ব্রীজের লোহার ভিম চুরির সময় সোমবার ভোর রাতে স্থানীয় জনতার সহয়তায় ভান্ডারিয়া থানার টহল পুলিশ ছয় চোরকে আটক করে ।
ঘটনাস্থল থেকে একটি মোটর সাইকেল, ইমন পরিবহন নামের একটি স্ট্রীলবডি ট্রলার, দুটি লোহার ভিম পুলিশ জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন বরিশালের কাউনিয়া থানার পলাশপুর গ্রামের মোঃ সজিব সেরনিয়াবাত (২৮) মোঃ শাহিন সিকদার (২৬), মোঃ সোহেল খান(৩৪), মোঃ শাহিন সরদার (৩৬), সুজন সেরনিয়াবাত (২৩),বরিশাল কোতয়ালী থানার চরহোগলা গ্রামের মোঃ শুকুর মুন্সী (৫০), খুলানার ফুলতলা থানার শিরোমনি এলাকার মোঃ শহিদ তালুকদার কুদ্দুস (৬৫) এবং ভান্ডারিয়া থানার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মাহবুব হোসেন শুভ শরীফ (২৫) । আসামীদের মধ্যে ঘটনাস্থল থেকে ছয়জন এবং পারবর্তীতে আরো এক আসামীকে আটক করা হয়, অন্য আসামী মাহবুব হোসেন শুভ শরীফ পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন জানান, ভান্ডারিয়া উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের চিংগুরিয়া গ্রামের ডিগ্রীর খালের গোড়ায় একটি ব্রিজ নির্মানের জন্য আমার হেফাজতে থাকা কিছু লোহার ভিম সোমবার ভোর রাতে চুরির সময় স্থানীয় লোকজনের সহয়তায় ভান্ডারিয়া থানার টহল পুলিশ ৬ চোরকে আটক করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, ঘটনায় জড়িত সাত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী মাহবুব হোসেন শুভ শরীফ কে গ্রেফতারের চেষ্টা চলছে।