মনজুর সরকার, গাজীপুর
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ১৩
গাজীপুর মহানগর বাসন থানা এরিয়ার ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় মোঃ রবিউল (৩৮) থানায় মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ১৮/০১/২৩ ইং ভোর থেকেই পুলিশও স্থানীয় জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে স্থানীয় জনগণ রাস্তা অবরোধ করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় পুলিশের সাথে জনতার ইট পাটকেল নিক্ষেপ হয় পরিশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট নিক্ষেপ করে তখন সময় আনুমানিক সকাল ১১.০০ ঘটিকা লোকজন এলোপাতাড়ি দৌড়াদৌড়ি শুরু করে ঘটনাটি ঘটে কৃষকের মার্কেটের সামনে ভোগড় বাইপাস।
এ সময় কৃষকের মার্কেটের ভিতরে গলিতে দাড়িয়ে থাকা অত্র মার্কেটের মুরগী ব্যবসায়ী দোকানদার মোঃ আরিফের (২২) বাম চোখে কপালে পিঠে ও পায়ের উরুতে রাবার বুলেট লাগে এবং সে গুরুতর আহত হয় পরে তাকে শহিদ তাজউদ্দীন মোমেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয় রিপোর্ট লেখা পর্যন্ত। মোঃ আরিফের গ্রামের বাড়ী গাজীপুর, সফিপুর লক্সরচালা এখানে সে থাকে পেয়ারাবাগান ভোগড়া ১৫ নং ওয়ার্ডের
একটি ভাড়া বাড়িতে।
Related