মোঃমহিউদ্দীন, (সীতাকুণ্ড)চট্টগ্রাম
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ২৬
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলাবাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার বিকাল ৪টার সময় উপজেলার বগুলা বাজার এলাকার জালাল আহম্মদ মেম্বারের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে।
জানা যায়,উপজেলার বগুলা বাজার এলাকায় দীর্ঘ দিন যাবত বসবাস করতেন। তাহার নিজ বাড়ি, বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শালগাঁও এলাকায়, এসাহাক আলীর পুত্র মোঃ মো. ইউনুস আলী (৩৮)বলে জানা যায়।
পাশের ঘরের লোকজন তার সাড়াশব্দ না পেয়ে দুপুরের দিকে বাসার দরজা ধাক্কা দিলে দেখতে পান তার মৃতদেহ খাটের উপর পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ প্রতিবেদককে বলেন, তাহার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে আসা করছি।
Related