তাসলিমা রত্না ময়মনসিংহ
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ১৫
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের আরো একটি সফলতা। গতকাল সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ তারিখ ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনা কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) নির্দেশে প্রতিদিন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) নিরুপম নাগ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোটরসাইকেল চোর সংঘবদ্ধ চক্রের ০১ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দেওপুর কাজলাহাটি এলাকার মৃত-জুবেদ আলী পুত্র মোঃ আফজাল (২৩)।
এ সময় আসামীর দখল হতে ০১টি লাল কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- DHZCDB58120, যাহার চেসিস নং- MD2A11CZ6DOB42291 মূল্য অনুমান ১.০০,০০০/-(এক লক্ষ)টাকা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওসি শাহ্ কামাল আকন্দ জানান, এই চোর চক্রটি দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জনসাধারণের উদ্দেশ্যে ওসি আরো বলেন, যেকোনো মালামাল বেচাকেনার সময় যাচাই-বাছাই করে বেচা-কেনা করবেন। চোরাই মোটরসাইকেল সহ যেকোনো মালামাল বেচাকেনা অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
Related