মোঃ জাহাঙ্গীর হোসেন, ক্রাইম রিপোর্টার
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ২০
খুলনা জেলার দাকোপের পানখালী গ্রামে এক শিশুকে ধর্ষনের অভিযোগে এলাকা তোলপাড়। ধর্ষনকারী আসাদ পলাতক। দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানখালী গ্রামে শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, পানখালী গ্রামের বাসিন্দা মোঃ আঃ মালেক শেখের পুত্র আসাদ শেখ (২২) এর নামে শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে।
গত ১৬ই ডিসেম্বর -সোমবার আনুমানিক বিকাল ৪টার সময় একই এলাকার বাসিন্দা আঃ মালেকের লম্পট পুত্র আসাদ শেখ, ৮ বছরের শিশু বাচ্চাকে কৌশালে ডেকে নিয়ে যায় তার নিজ বাড়িতে। এলাকায় উপস্থিত হয়ে জানা যায় এবং শিশুটির মা সাংবাদিকদের জানান, লম্পট আসাদ আমার শিশুকে নষ্ট করেছে। এই আসাদ ভয়ভীতি প্রদর্শন করে এবং জোরপূর্বক আমার শিশু বাচ্চার মুখে গামছা বেঁধে ধর্ষন করে।শিশুটির মা আরো জানান, আমার মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসে এবং আমাকে সে সব খুলে বলে। শিশুর কথা শুনে, শিশুটির মা শিশুর রক্তাক্ত অবস্থা দেখতে পায়।
তৎক্ষনিক ভাবে শিশুর অবস্থার কথা শিশুর বাবা দিন মজুরি বাবাকে ফোনে সব জানান শিশুর মা। অতঃপর শিশুর বাবা শিশুর ঘটনার বিষয় নানা নানিকে ফোনে সব খুলে বলেন। তখন একই উপজেলার কাটাবুনিয়া গ্রাম থেকে শিশুর নানা নানি ছুটে আসেন শিশুর বাড়িতে। পরে নানা নানির সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরী অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাটানো হয়েছে শিশুটিকে।
Related