ইয়াছিন আরাফাত
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ৪৭
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়।
আজ বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৬.৪০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় কুমিল্লার দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৪৫-৮৩৮০) ও বিপরীত দিক ইলিয়টগঞ্জ থেকে তীব্র গতিতে আসা কুমিল্লা মুখি সিএনজি (কুমিল্লা-থ ১১-৯৮৪৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক হাবিব (৩০) ঘটনাস্থলেই মারা যায়। নিহত হাবিব চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্ৰামের দক্ষিণ-পূর্ব পাড়া ইউছুফ মোল্লা বাড়ির অলিউল্লাহ’র ছেলে। নিহত হাবিবের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইলিয়টগঞ্জ সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে উপজেলার কুটুম্বপুর ফরাজিবাড়ি সামনের ইউটার্ন হয়ে কুমিল্লা মুখি উল্টোপথে সিএনজি ও ঢাকাগামী প্রাইভেটকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এসময় সিএনজি’র সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি থানায় নেয়া হয়। এঘটনায় প্রাইভেটকার চালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এএস আই মোঃ সোহেল রানা দৈনিক বাংলাদেশ সমাচার কে জানান, প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। নিহতকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Related