ময়মনসিংহের ভালুকায় নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাক্তার এ, কে, এম, মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন, শিক্ষকদের পক্ষ থেকে শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবন নাহার, প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসাইন সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নবাগত জেলা প্রশাসকের সামনে বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা কথা তুলে ধরে আলোচনা করেন।