সাখাওয়াত হোসেন সাকা, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
- বৃহস্পতিবার ১৯ জানুয়ারি, ২০২৩ / ৩১
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকায় সার্বিক উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের লক্ষ্যে পৌরসভা কর্তৃক আয়োজিত ভিশনিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ জানুয়ারি) এমইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন আরম্ভ করা হয়েছিল। পরবর্তীতে পৃথকভাবে বিভিন্ন ওয়ার্ডে এধরনের সভার আয়োজন করা হয়।
উক্ত ভিশনিং সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, উন্নয়ন পরিকল্পনা প্রনয়নের লক্ষে ওয়ার্ডগুলোতে পৌরসভা ভিশনিং কার্যক্রমের সভায় সুপেয় পানির সংযোগ, রাস্তা, ড্রেন, কালভার্ট, গার্ডওয়াল নির্মানের বিষয়ে উপস্থিত জনগনের নিকট হতে চাহিদা পাওয়া যায়। ইউজিআইআইপি-৪ প্রকল্পের আওতায় পৌর এলাকার জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজের তালিকা প্রস্তুত এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য আশ্বাস প্রদান করেন। এছাড়াও রামগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ইসলামিক ভূঁইয়া, পৌর সভার কার্য সহকারী শরিফুল ইসলাম রিয়াদ। এছাড়াও সভাগুলোতে আরোও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Related