সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন
নোয়াখালী জেলার চৌকষ পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৮ই জানুয়ারী বেলা ১১.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী থানাধীন ০৬নং নাটেশ্বর ইউপির ঘোষকামতা গ্রামের খেজুরতলা বাজার থেকে স্থানীয় লোকজন এর সহায়তায় এক জন ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি ১। নুর হোসেন (২২), পিতা-আবু জাহের, মাতা-নুর জাহান, সাং-ঘোষকামতা (আমির উদ্দিন ভূঁইয়া বাড়ী), ওয়ার্ড নং-০৬নং নাটেশ্বর ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালীকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে অটোরিকশা চুরি করে এবং ২। আব্দুল মমিন প্রঃ বাবুল (৪৮), পিতা- মৃত সামছুল হক, সাং-রাজীবপুর, (আঙ্গুল মিয়াজি বাড়ী), ওয়ার্ড নং-০২, ০৪নং বাৱাগাঁও ইউপি, থানা-সোনাইমুড়ী, জেলা- নোয়াখালীর নিকট দু’টি চোরাইকৃত মিশুক অটোরিক্সা রয়েছে। উক্ত সংবাদ পেয়ে নুর হোসেন ও আবদুল মমিনকে সোনাইমুড়ী পৌরসভাস্থ বন্ধু মিশুক দোকানের সামনে তাদের গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আবদুল মমিনের নিকট হতে দুটি মিশুক অটোরিক্সা, যাহার মুল্য অনুমান ২০০,০০০/- (দুই লক্ষ) টাকা জব্দ করে পুলিশ।সোনাইমুড়ী থানার এএসআই মোঃ শাহাদাত হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে,আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।