মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন
কুষ্টিয়ার কুমারখালীর চাপরা ইউনিয়ন এর ভাঁড়রা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মদন কুমার মন্ডল মন্দিরের গচ্ছিত টাকা চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার সকালে ভাঁড়রা ব্রীজের পাশে চায়ের দোকানের সামনে থেকে একই এলাকার গণেশ সংঘবদ্ধভাবে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মন্দিরের সভাপতি মদন কুমার জানান, কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ মন্দির সংস্কারের জন্য তাকে ১০ হাজার টাকা দিলে তিনি সেই টাকা একই এলাকার মৃত নব কুমার অধিকারীর ছেলে গনেশ অধিকারীর নিকট গচ্ছিত রাখেন। পরবর্তীতে তিনি গণেশের নিকট থেকে ১ হাজার টাকা নিয়ে মন্দিরের কাজ করেন এবং বাঁকী টাকা কাজের সময় নেওয়ার কথা বলেন। কয়েকদিন আগে মন্দিরের চলমান কাজের জন্য তিনি গণেশের নিকট বাঁকী টাকা চাইতে গেলে সে টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এবং মঙ্গলবার সকালে ভাঁড়রা ব্রীজের পাশে শিপলু চায়ের দোকানের সামনে থেকে গণেশ, নুর মহম্মদ, জিন্নাহ, জাহাঙ্গীর, মকবুল হোসেনসহ ৭/৮ জন সংঘবদ্ধভাবে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে চলে যায়। এ ঘটনায় তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।