শনিবার, ২১ মে ২০২২, ০৩:০১ পূর্বাহ্ন
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা। ২৫ জানুয়ারী (মঙ্গলবার) ২৪ ঘন্টায় ২০ জনের মধ্য ১১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর আগে ২৩ জানুয়ারী (সোমবার) ২৪ ঘন্টায় ৬ জনের মধ্য ৪ জন এবং ২২ জানুয়ারী (রবিবার) ৮ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। সব মিলিয়ে এ উপজেলায় তিন দিনে ২১ জনের করোনা আক্রন্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার ভিবিন্ন এলাকার লোক।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল রায় জানান, মঙ্গবার ২০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্য ১১ জনের করোনা পজিটিভ আসে। হাসপাতালে পর্যাপ্ত আক্সিজেনসহ ১০ বেডের আইসোলেশন চালু রয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৫ঃ২৭পিএম