মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সেই সময়ে গজারিয়া উপজেলার কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান মহুম জসিম উদ্দিন(অবঃ)এর সুযোগ্য পুত্র মেঘনা প্যাকেজিং ও মেঘনা মাল্টিপারপাস হিমাগার এর ম্যানেজিং ডিরেক্টর জনাব আসিফ জসিম(সানি) এর জন্মদিন উপলক্ষে তার
ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরনের উদ্যোগ নেয়।
আসিফ জসিম সানি এত তম জন্মদিন উপলক্ষে প্রতিবছরের নেই নানা সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সাথে থেকে জন্মদিন টি উদযাপন করেন।
প্রতি বছরের ন্যায় এবার ও নানা কাজের মধ্যে এবছর গজারিয়ার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করে।তার পাশাপাশি নিজ প্রতিষ্ঠানের স্টাফদের আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ জসিম( সানি)।
উক্ত সামাজিক আয়োজনের সভাপতিত্ব করতে বাউশিয়া ইউনিয়নের মাটিওমানুষের নেতা বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।
তিনি বলেন,মহুম জসিম সাহেব গজারিয়ায় প্রাণভূমড়া ছিলেন। তার দেয়ে দান গজারিয়ার আনাচে কানাচে প্রতিওমান।তার দেয়া স্কুল,কলেজ,মাদ্রাসা প্রতিষ্টার গুলো গজারিয়ার মডেল হয়ে আছে।তাদের পরিবার সারা বছরই নানা ভাবে সাধারণ মানুষের সহায়তা করে থাকেন।আজ তার ব্যতিক্রম নয়,আজ আসিফ জসিম সানি’র জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে তা চিন্তা করে শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ আমাদের মাধ্যমে তিরি উপস্থিত থেকে
শীতের মাঝে কম্বল বিতরণ করেন।মামুন মেম্বার বাউশিয়া ইউনিয়নের সদস্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর ভাবে সকলের নিকট কম্বল বিরত করেন।