মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির তুমব্রু সীমান্তের ২নং ওয়ার্ডের কোনার পাড়ার পার্শ্ববর্তী শূন্যরেখার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের CRC (International Committee of Red Cross)কর্তৃক শুকনা খাবার প্রদান করা হয়েছে।
শনিবার(২১জানুয়ারি) দুপুর ২টায় কক্সবাজার ৩৪বিজিবির দায়িত্বপূর্ণ তুমব্রু কোনার পাড়ার লাগোয়া রোহিঙ্গা শিবির থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের এই শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়,প্রতি পরিবারকে ২লিটার পানি ও শুকনো খাবার,আধা কেজি চিনি,৪কেজি চিড়া,৫প্যাকেট বিস্কুট এবং ২প্যাকেট Compact Emergency Food বিতরণ করা হয়েছে।
গত বুধবার ১৮জানুয়ারি রোহিঙ্গ্যা শিবিরে মায়ানমার কেন্দ্রিক সশস্ত্র বিদ্রোহ গোষ্ঠী আরএসও ও আরসা গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষে ও অগ্নিকান্ডের ফলে হাজার হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গ্যারা বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে আশ্রয় নিয়ে তীব্র শীতের মাঝে খোলা আকাশের নীচে অসহায় মানবেতর জীবন যাপন করে আসছে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা International Committee of Red Cross খাদ্য সামগ্রী বিতরণ করেন।