মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামেই আত্মজীবনী বানাতে চেয়েছিলেন। এ জন্য কিউ প্রোডাকশন্স ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু জীবনী বানানোর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নির্মাতাদের রীতিমতো হুমকি দিলেন এই স্পিডস্টার।
বল হাতে গতির ঝড় তুলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে খ্যাতি পান শোয়েব আখতার।
বল হাতে গতির ঝড় তুলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে খ্যাতি পান শোয়েব আখতার।
শোয়েব আখতারের জীবনীতে অভিনয় করার কথা ছিল পাকিস্তানি অভিনেতা উমর জাইসওয়ালের। উমর কিছুদিন আগে চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ হিসেবে তিনি চলচ্চিত্রটিতে সৃজনশীলতার অভাব ও ব্যক্তিগত ইস্যুর কথা বলেছিলেন। এবার জীবনী বানানোর সিদ্ধান্ত থেকে সরে আসলেন খোদ শোয়েব।
এ বিষয়ে রোববার (২২ জানুয়ারি) টুইটারে এক পোস্টে শোয়েব বলেছেন, ‘গত কয়েক মাস ধরে ভাবনাচিন্তার পরই জীবনী বানানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি। যারা এই বায়োপিক তৈরির দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করেছে আমার ম্যানেজমেন্ট এবং লিগ্যাল টিম। আমার কাছে এটি স্বপ্নের প্রোজেক্ট ছিল। অনেক কিছুই আটকানোর চেষ্টা করেছিলাম। দুর্ভাগ্যবশত, আমার মতামত গ্রাহ্যই করা হয়নি।’
নির্মাতাসংশ্লিষ্টদের হুমকি দিয়ে শোয়েব বলেন, ‘বাধ্য হয়েই চুক্তি বাতিল করেছি। ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরও যদি আমার বায়োপিক তৈরি করা হয় এবং কোনোভাবে আমার নাম কিংবা ঘটনা ব্যবহার করা হয়, আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।’
সিদ্ধান্ত থেকে সরে আসলেও শুরুতে এটি নিয়ে ব্যাপক আগ্রহী ছিলেন শোয়েব। জীবনী বানানোর ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক- ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ রানিং এগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি। আগে কোনো দিন এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। ইতি, আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’