মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে দুই ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এবং রেজুর ভালুখাইয়ার বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫)কে আইন অমান্য করে জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে প্রত্যেক ইট ভাটাকে ৫০হাজার টাকা করে মোট ১লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন,টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। তিনি আরও বলেন, এ অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
উক্ত অভিযানে ঘুমধুম তদন্ত কেন্দ্র ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সহযোগিতা প্রদান করেন।