বুধবার, ১৮ মে ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের চন্দনাইশে ৫ বছরের শিশু ধর্ষণকারী শিপন ৫ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে র্যাবের হাতে আটক।
আজ মঙ্গলবার ২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয় ।ধর্ষণকারী আসামী মোঃ শিপন (২৭) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন কেশুয়া এলাকার মোঃ সেলিমের ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে,২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভিকটিম ৫ বছর বয়সের শিশু বাড়ির উঠানে খেলাধুলা করার সময় প্রতিবেশী মোঃ শিপন ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হয়। ঘটনার পর থেকে আসামী আত্নগোপন করে দীর্ঘ ৫ বছর যাবৎ বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। সর্বশেষ সে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য আনোয়ারা থানা এলাকায় অবস্থান করতে থাকে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, ধর্ষনকারীকে গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। গোয়েন্দা নজরদারির একপর্যায় র্যাব-৭ জানতে পারে যে, ধর্ষণকারী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চাতুরী চৌমুহনী এলাকা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণের কথা স্বীকার করে।
তিনি আরও জানান, আসামী পলাতক থাকায় বিচারকার্য বিলম্বিত ও ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছিল। ০৫ বছর বয়রেস শিশু ধর্ষনকারী পলাতক আসামী মোঃ শিপনকে গ্রেফতারের ফলে বিচারকার্য তরান্তি¡ত হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবে।গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ০২পিএম