আহম্মদ কবির,তাহিরপুর প্রতিনিধি
- সোমবার ২৩ জানুয়ারি, ২০২৩ / ২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের পাঁচনাইল্লা ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
আজ ২২জানুয়ারি দুপুরে উপজেলার মাটিয়ান হাওরের সর্ববৃহৎ পাঁচনাইল্লা ফসল রক্ষা বাঁধের ৬০,৬১ ও ৬২ নং প্রকল্পবাস্তবায়ন কমিটি (পিআইসি)কাজ সরেজমিন পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য,তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আলী মর্তুজা,৬২ নং (পি আই সি’র)সভাপতি সঞ্জব উস্তার,সদস্য সচিব সামায়ুন কবির,৬১ নং (পি আই সি’র)সভাপতি উজ্জ্বল মিয়া,৬০নং(পি আই সি’র) সভাপতি বীর মুক্তিযোদ্ধা করম আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related