মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ, শেরপুর
এর আয়োজনে আজ সোমবার সকালে খুনুয়া, শেরপুর সদর, শেরপুরে বারি
মটরশুঁটি -৩ জাতের উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মন্জুরুল কাদির , মুখ্য বৈজ্ঞানিক
কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কৃষিবিদ সুলতান আহমেদ, জেলাপ্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর, শেরপুর। সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আরিফুর রহমান, ভারপ্রাপ্ত
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ শেরপুর। সঞ্চালনায় ছিলেন
মোঃ মিজানুর রহমান , বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ শেরপুর।
মাঠ দিবসে বক্তারা বারি মটরশুঁটি -৩ চাষাবাদের প্রযুক্তি নিয়ে বিশদভাবে
আলোচনা করেন। আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে খুব সহজেই স্বল্প মেয়াদি
বারি মটরশুঁটি -৩ চাষ করা যায়। বারি মটরশুটি-৩ অত্যন্ত উচ্চমূল্যের আমিষ
জাতীয় সব্জি। এটির জীবন কাল মাত্র ৫৫-৬০ দিন। কৃষকরা বীজ সারসহ অন্যান্য
সহযোগিতা পেলে ভবিষ্যতে এই ফসলের চাষাবাদ আরও বৃদ্ধি করার অঙ্গিকার ব্যক্ত
করেন। মাঠ দিবেসে ১০০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।