সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
সাভারের আশুলিয়ায় আরিফ মিয়া নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃওরা।
মঙ্গলবার ২৪ জানুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়,দুর্বৃওরা ওই যুবককে পিটিয়ে হত্যা করে লাশ কলতাসুতী এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় তার লাশ দেখে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যা কান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহত ওই যুবকের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ওই যুবকের হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।