সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক কন্যা সন্তানের জনকের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাধবপুর পৌর শহরের কাচারি এলাকার একটি জঙ্গল থেকে আইয়ূব আলীর ছেলে জুয়েল মিয়া (২৬) লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল রাত অবদি ব্যাটারি চালিত অটোরিক্সা চালায়। রাত অনুমান দেড় টার দিকে গ্যারেজে রিক্সাটি রেখে আর বাসায় ফেরেনি। সকালে ওই এলাকার গাছ বাগানের বড় একটি গাছের গলায় কালো রঙ্গের মোটা রশ্মি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। তাকে গলায় রশি প্যাচিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে। স্থানীয় লোকজন থানায় খরব দিলে থানার এস আই রঞ্জন ভৌমিক ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। তার মোবাইল ফোনের সিমটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার মতামত পাওয়া গেলে এটি হত্যা মামলা হিসেবে গন্য করা হবে।