সিলেট জেলা প্রতিনিধি, আব্দুল আজিজ বাবর
- বুধবার ২৫ জানুয়ারি, ২০২৩ / ২৬
সিলেটের গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজার ছালিক আলী মার্কেটে অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল লতিফ লতাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিক আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ফুলবাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নাজিমুল হক লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সদস্য আজমল হোসেন মনি, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৬ জন,
সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী ছিলেন। প্রতিটি পদের প্রার্থীরা তাদের সিদ্ধান্তে অটল থাকায় প্রার্থী নির্বাচিত করা সম্ভব হয়নি।
Related