রাজধানীর ব্যস্ততম এলাকা পুরানা পল্টন বায়তুল মোকাররম এর উত্তর পাশে সুরমা টাওয়ারের নিকটতম বিল্ডিং এ বৈদ্যুতিক খাম্বা থেকে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত ও ঘটনা ঘটে।প্রত্যক্রদশীদের কাছ থেকে জানা যায় টানা ২০ মিনিট ধরে আগুন জ্বলতে থাকে। আগুনের লেলিখান শিখায় ইলেকট্রিক এর অনেক তার পুড়ে যায়। আশেপাশের মার্কেটের লোকজনের সহযোগীতা
ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটসহ দোকানপাট বন্ধ হয়ে যায়।লোকজন চারিদিকে ছুটোছুটি করে।চারিদিকে অন্ধকার হয়ে যায়।আগুন নিয়ন্ত্রণে আসার পর জনমনে শান্তি ফিরে আসে।