সোমবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
নিহতরা হলেন পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার রাশেদুল আলম (৪০) এবং একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আসাদ (৩০)
স্থানীয় সূত্রে জানা যায় যে , বিকেলে মোটরসাইকেল যোগে আসাদ ও রাশেদুল এনামুল পাম্পে মোটরসাইকেলে পেট্রল নিতে যাচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধান ভরতি ট্রাক তাঁদের চাপা দিয়েছে এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় ট্রাকচালক ও তাঁর সহযোগীরা।
ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশের সদস্যরা তাঁদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা-পুলিশের হেফাজতে নিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।