মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৭:৩৩ পূর্বাহ্ন
সজল চক্রবর্ত্তী, ফটিকছড়ি।।
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারী রাত ৮.৩০ মিনিটের দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভাধীন বারৈয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মহিলা বারৈয়ারহাট এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক (চট্টমেট্রো ড ১১-০৭৩৮) সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেঁতলে যায়। অপরদিকে, ঘাতক ট্রাক ড্রাইভার ঘটনার সাথে সাথেই পালিয়ে যায়।
পরে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে। জানা যায়, নিহত ফাতেমার শ্বশুড় বাড়ী মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। তার বাবার বাড়ী ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফুলজানা বাড়ী। তার ৭ কন্যা ও ৪ পুত্র সন্তান রয়েছে।
উল্লেখ্য, গত দু’মাসে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাছাকাছি স্থানে ১০ টির অধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অন্তত: ৩ ব্যক্তি প্রাণ হারায়।
বিএস/কেসিবি/সিটিজি/৪ঃ৪০পিএম