কক্সবাজারের পেকুয়ায় হাত-পায়ের রগ কেটে মহিলা হত্যা মামলার প্রধান আসামী ঘাতক দ্বিতীয় স্বামী রিদোয়ান ও তার সহযোগী সুজনকে চকরিয়ার বদরখালী থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
আজ বুধবার ২৬ জানুয়ারি ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, মোঃ রিদুয়ান (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন দক্ষিণ কোনাখালী আব্দুল হাকিমপাড়া এলাকার নুরুল আলম ওরফে কালা বদার ছেলে এবং সুজন (২২) একই এলাকার কবির হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,
গত ২৫ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া থানাধীন সদর ইউনিয়নের পশ্চিম মেহেরনামা নন্দীরপাড়া এর নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন এলাকার ফসলি জমিতে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক মহিলার লাশ পাওয়া যায়। পরে লাশের পাশে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর হতে প্রাপ্ত এনআইডি কার্ড হতে মহিলার পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় কক্সবাজারের পেকুয়া থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর র্যাব-১৫ হত্যাকাণ্ডের বিষয়ে অবগত হয়ে জড়িতদের গ্রেফতারের নিমিত্তে ছায়াতদন্তে নামে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা দুই জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
বিএস/কেসিবি/সিটিজি/৭ঃ১০পিএম