মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী “জানে আলম” হত্যা মামলার ২০ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে মৃত্যুদন্ডে দন্ডিত পলাতক সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ আহমেদকে আটক করেছে র্যাব-৭।
আসামী সৈয়দ আহম্মেদ (৬০)চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এ্লাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে।
গতকাল ২৭ জানুয়ারি বিকালে নগরী থেকে তাকে আটক করা হয়। আজ শুক্রুবার ২৮ জানুয়ারি র্যাব-৭ এর সদর দপ্তর পতেঙ্গায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম ইউসুফ।
তিনি জানান, ২০০২ সালের ৩০ মার্চ পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিছু দুস্কৃতিকারী ও সৈয়দ বাহিনী ব্যবসায়ী জানে আলম (৪৮) কে তার ১ বছরের শিশু বাচ্চার সামনে নির্মম ও নৃশংসভাবে প্রথমে লাঠি সোটা, দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরবর্তীতে মৃত্যু নিশ্চত করার জন্য গুলি করে হত্যা করে।
লেঃ কর্নেল এস এম ইউসুফ জানান, র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ব্যবসায়ী জানে আলমের হত্যা মামলার ২নং ও অন্যতম প্রধান আসামী এবং উক্ত মামলার ২০ বছর ধরে উদ্বাস্তু ও দাড়োয়ান সেজে মৃত্যুদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ আহমেদ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অবস্থান করছে।পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আসামী সৈয়দ আহম্মেদ ব্যবসায়ী জানে আলমকে হত্যা করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে। সে প্রথম ৪ থেকে ৫ বছর তার পরিবার এবং আত্মীয়স্বজন ছেড়ে বাঁশখালী, আনোয়ারা, কতুবদিয়ায় ও পেকুয়ায়ার সাগর উপকূলবর্তী এলাকায় থাকতে শুরু করে। পরবর্তীতে সে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় উদ্বাস্তু হিসেবে বিভিন্ন জায়গায় ভূয়া ঠিকানা প্রদান করে অবস্থান করে। এছাড়াও সে জঙ্গল ছলিমপুরে মশিউরের ছত্রছায়ায় ও সহযোগীতায় সেখানে স্থায়ীভাবে বসবাস করে থাকে। কিন্তু পুলিশ ও র্যাবের অভিযানে সেখানে সে নিরাপদ মনে না করে পুনরায় সে চট্টগ্রামে বিভিন্ন মাজার এলাকায় বাবুর্চির কাজ নিয়ে থাকে। এরপর চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় একটি বাড়ীতে দাড়োয়ানের ছদ্ম বেশে কাজ নেয়
তিনি আরও জানান,আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে চট্টগ্রামের লোহাগড়ায় আলোচিত ও চাঞ্চল্যকর ব্যবসায়ী জানে আলম হত্যা মামলায় ২০ বছর ধরে উদ্বাস্তু ও দারোয়ান সেজে পলাতক মৃত্যুদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী।
গ্রেফতারকৃত আসামীকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৫৫পিএম