মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চসিক ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সেলিম উল্লাহ বাচ্চু প্রমুখ।
বিএস/কেসিবি/সিটিজি/১২ঃ১০পিএম