মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৩৬ পূর্বাহ্ন
ফেনী থেকে চট্টগ্রামে পাচারকালে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৪) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনীা হতে চট্টগ্রামের এর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন আরেফিন রোড এলাকায় পাঁকা রাস্তার উপর একটি পিকআপ তল্লাশী করে একজন কে আটক করা হয়। এসময় পিকআপের পিছনে বডির ভিতর হতে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উক্ত পিকআপটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেনীা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ১০পিএম