আল নোমান শান্ত বিশেষ প্রতিনিধি (দুর্গাপুর)
- মঙ্গলবার ১ ফেব্রুয়ারি, ২০২২ / ১৭৮
নেত্রকোনার দুর্গাপুরে ঘরের ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে খাদিজা আক্তার (২৪) নামে এক গৃহবধূ।
(৩১ জানুয়ারি) সোমবার সকালে পৌর শহরের ৫নং ওয়ার্ডের দক্ষিনপাড়া এলাকায় স্বামীর বাসগৃহে এ ঘটনা ঘটে। মৃত খাদিজা আক্তার কাপড় ব্যবসায়ী মোঃ হাবিব উল্লাহর স্ত্রী। এবং একই এলাকার মোঃ বাচ্চু তালুকদারের মেয়ে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় সাড়ে ৪ বছর আগে দক্ষিণপাড়া এলাকার মোঃ হাবিব উল্লাহর সাথে বিয়ে হয় খাদিজা আক্তারের। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও স্বামী খাদিজা আক্তার অত্যাচার নির্যাতন করতো। প্রায় সময় এসব অত্যাচার সহ্য করতে না পেরে খাদিজা তার বাবার বাসায় চলে আসতো। কিছুদিন পর স্বামী এসে আবার ফিরিয়ে নিয়ে যেত। এসব অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে খাদিজা এমনটায় অভিযোগ তার পরিবারের। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। এরপর সোমবার সকালে খাদিজার স্বামীর পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে এবং স্বামী হাবিব উল্লাহর কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি মীর মাহাবুবুর রহমান জানায়, এ ঘটনায় স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related