মোঃ রায়হান আলী- নওগাঁ প্রতিনিধি
- মঙ্গলবার ১ ফেব্রুয়ারি, ২০২২ / ১৪২
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউপির শ্রীরামপুর এলাকা থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুঃ) দুপুরে শ্রীরামপুর গ্রামে অবস্থিত গুলবর রহমানের ইটভাটা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ভাটা মালিক গুলবর রহমান জানান, আমি একজন ইটভাটা ব্যাবসায়ী। আমার ভাটায় ইট তৈরী করার জন্য আশেপাশের হিন্দু অধ্যুসিত বিভিন্ন এলাকা পুরাতন পুকুরের মাটি এনে তা দিয়ে ইট তৈরীর কাজ করে থাকি। ইট তৈরী করার জন্য মাটি প্রস্তুত করার সময় মাটির মধ্যে পাথরের মূর্তিটি পান কর্মরত শ্রমিকরা। এ সংবাদ পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, কোন এক সময় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। তারা হয়তো কষ্টি পাথরের ওই শিতলী মূর্তিটি বিসর্জন দিয়ে অন্যত্র চলে গেছেন। এই মূর্তিটির ওজন প্রায় ২৫কেজি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবু বাক্কার সিদ্দিক বলেন, খবর পেয়ে মূর্তিটি উদ্ধারের জন্য মান্দা ফায়ার সার্ভিস কে নির্দেশনা দেয়া হয়েছে পুলিশকে সহযোগিতা করার জন্য।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করার করা হয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তানান্তর করার প্রক্রিয়া চলছে।
Related