শনিবার, ২১ মে ২০২২, ০৩:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন সূবর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
আজ মঙ্গলবার ১ ফেব্রুয়ারি সকাল ১১ঃ২০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ কাজী মোতালেব (৫০) কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন কৃষ্ণনগর এলাকার কাজী আব্দুল হালিমের ছেলে।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন সূবর্ণপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন কে আটক করা হয়। পরে আসামীর সাথে থাকা ১ টি বস্তার ভিতর থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৮ঃ৪৮পিএম