মোঃ আব্দুস ছালাম মীর সিনিয়র রিপোটার
- বুধবার ২ ফেব্রুয়ারি, ২০২২ / ৮৬
গতকাল ১লা জানুয়ারী রাতে দুপচাঁচিয়ার বেড়াগ্রাম বাজার হতে ৭টি জাল টাকার নোট সহ উজ্জল হোসেন (২৫) নামক এক ব্যাক্তিকে
গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গুনাহার ইউনিয়নের বেড়াগ্রাম বাজারে অবস্হান নেয় পুলিশ,এ সময় সন্দেহ জনক ভাবে উজ্জল হোসেন চলাফেরা করে,এতে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেফতার করে তার দেহ তাল্লাসি করলে তার নিকট হতে ৭ টি ১ হাজার টাকার একই নাম্বারের নোট উদ্ধার করে।
দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ছাতনী গ্রামের হবিবর রহমানের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেন।প্রতারনা মুলক জাল টাকা রাখার অপরাধে পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়ে ২ ফেব্রুয়ারি জেল হাজতে প্রেরন করেন।
Related