খায়রুল খন্দকার টাঙ্গাইল
- বুধবার ২ ফেব্রুয়ারি, ২০২২ / ৯৪
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ওষুধ ব্যবসায়ী সঞ্চয় সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহরাব আলী।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন চকদার এর ফার্ম চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ পৌর মেয়র ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন।
তিনি তার বক্তব্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনার যারা এই ওষুধ ব্যবসায়ী সঞ্চয়ী সমিতির সমর্থন করে এখানে এসেছেন আমরা তাদেরকে আজীবন মনে রাখবো। সেই সাথে তিনি আরো কৃতজ্ঞ প্রকাশ করে বলেন, সকল সদস্যদের অবদান ভুলবার নয়। এতো দিন আমাদের কোন সঞ্চয় ছিলো না আজকে থেকে স
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ তার মূল্যবান বক্তব্য বলেন, এই সংগঠনের যারা যুক্ত আছেন তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, কেন অসুস্থ হয়ে পড়লে আপনাদের কাছে আগে আসেন। একটি সমিতি কে ধরে রাখার জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন। আর একটি সমিতির ধ্বংস হয় সঠিক নেতৃত্বের অভাবে। সমিতিটি ভালো চলুক এই কামনায় সমিতির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব , উপজেলার আওয়ামী সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলার আওয়ামী এর যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ভূঞাপুর উপজেলার বিভিন্ন বাজার থেকে ওষুধ ব্যবসায়ী বৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Related