মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
- বুধবার ২ ফেব্রুয়ারি, ২০২২ / ১৫০
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপির নিজ অর্থায়নে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯০ ও বালিয়া ইউনিয়নের পাবরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র (সোয়েটার) বিতরন করা হয়েছে।
বুধবার ( ২ ফেব্রুয়ারী ) বিকালে নান্দেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাবরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এ শীত বস্ত্র সোয়েটার তুলে দেন ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
বিতরনকালে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় এমপি বেনজির আহমেদ এর পিএস মোঃ বিল্লাল হোসেন, আমতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আহম্মদ হোসেন, আমতা ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, পৌর কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম গার্নেল, সহ প্রমুখ।
Related