বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দির ও নাগাবাবার সমাধি ধামে শ্রী শ্রী ১০৮ শিবরাজগিরি নাগাবাবার ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু।
আজ বুধবার ২ ফেব্রুয়ারি থেকে উপজেলার সারোয়াতলী আনন্দময়ী কালী মন্দির ও নাগা বাবার সমাধিপীঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য বিধি
মেনে মাস্ক পরিধান সহ সমাধি ধামে সীমিত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সকল শুভাকাঙ্খীদের যথা সময়ে উপস্থিত থেকে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে।
বিএস/কেসিবি/সিটিজি/৬ঃ৪০পিএম